রংপুরের পীরগাছা উপজেলায় মানুষের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। উপজেলা ও জেলা প্রশাসনের তৎপরতায় আক্রান্তদের চিকিৎসা করা হচ্ছে এবং গবাদি পশুর মধ্যে রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পীরগাছার কিছু বাড়ির ফ্রিজে রাখা গরুর মাংসেও অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া গেছে। জেলার ডেপুটি সিভিল সার্জন মোঃ রুহুল আমিন জানিয়েছেন, আরও দুটি উপজেলার সন্দেহভাজন রোগীদের নমুনা আইইডিসিআরকে পাঠানো হয়েছে। পীরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, গত দেড় মাসে কয়েকটি ইউনিয়নের অন্তত ৩০ জন অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন এবং এখন সুস্থ আছেন। তবে দুজনের মৃত্যুর খবরের ভিত্তি সঠিক নয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ একরামুল হক মন্ডল বলেন, ‘দেড় মাসে অন্তত পাঁচটি অসুস্থ গরু জবাই হয়েছে। এর মধ্যে দুটি গরুর মাংস স্থানীয় বাসিন্দাদের মধ্যে...