স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৩,৮৯১.৯৬ ডলার হয়েছে। একই সময়ে, ডিসেম্বর সরবরাহের ফিউচার স্বর্ণের দাম ১.২ শতাংশ বেড়ে ৩,৯১৮.৬০ ডলার পর্যন্ত পৌঁছেছে। ডলারের সূচকও ০.২ শতাংশ কমেছে, যা এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর ফলে ডলারে নির্ধারিত স্বর্ণ বিদেশি ক্রেতাদের জন্য তুলনামূলকভাবে সস্তা হয়ে উঠেছে। ব্রোকারেজ প্রতিষ্ঠান অ্যাকটিভট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, “ডলার দুর্বল হচ্ছে ফেডের নরম অবস্থানের প্রত্যাশার কারণে। কংগ্রেস ব্যয় বিল পাসে ব্যর্থ হওয়ায় সরকারের অচলাবস্থা তৈরি হয়েছে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।” যুক্তরাষ্ট্রে সরকার কার্যক্রমের অনেক অংশ বন্ধ রয়েছে। কংগ্রেস ও হোয়াইট হাউসের দ্বন্দ্বের কারণে তহবিল বরাদ্দে সমঝোতা হয়নি। এর ফলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্যের প্রকাশও দেরিতে হচ্ছে। বিশেষ করে শুক্রবার প্রকাশ হওয়ার কথা ছিল নন-ফার্ম পে–রোলস (NFP) রিপোর্ট। অর্থনৈতিক ও ভূরাজনৈতিক...