০১ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম শেল্টেক্ (প্রা.) লিমিটেড আয়োজন করছে মাসব্যাপী ‘শেলটেক আবাসন মেলা ২০২৫’, যেখানে অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস ও ফুড কোর্ট বুকিংয়ে থাকছে ২৫ লাখ টাকা পর্যন্ত স্পেশাল অফার। সেই সাথে স্পট বুকিং দিলেই সম্মানিত গ্রাহকেরা পাচ্ছেন কমপ্লিমেন্টারি ফিটেড কিচেন কেবিনেট এবং ইন্টেরিয়র ডিজাইন সলিউশন। মেলা চলবে ০১-৩১ অক্টোবর, ২০২৫, শুক্রবারসহ প্রতিদিন সকাল ১০টা–সন্ধ্যা ৬টা, একযোগে শেলটেকের ঢাকা, জলসিঁড়ি ও চট্টগ্রাম অফিসে। এই মেলায় ঢাকা ও চট্টগ্রামের প্রাইম লোকেশন যেমন গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা, নিউ ইস্কাটন, উত্তরা, জলসিঁড়ি আবাসন, খুলশী ও পাঁচলাইশ এলাকায় ৪০০টিরও বেশি অ্যাপার্টমেন্ট এবং কমার্শিয়াল স্পেস প্রদর্শন করা হবে। পহেলা অক্টোবর, বুধবার শেল্টেক্ এর মাসব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেন শেল্টেক্ (প্রা.) লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর, মো. শরীফ হোসাইন...