সারাদেশে ৩৫ হাজার পূজামণ্ডপের অন্তত ৪৯টিতে নাশকতার চেষ্টা হয়েছিল; যা কঠোরভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানের। কিছু ‘বিচ্ছিন্ন’ ঘটনা ছাড়া দুর্গোৎসব ভালোভাবেই হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার মণ্ডপে মধ্যে ৪৯টি মণ্ডপে কিছু নাশকতাকারী, কিছু কাপুরুষ ও অসুস্থ মন মানসিকতার কিছু লোক বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। “আমরা সে বিষয়ে প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছি এবং এ পর্যন্ত ১৯ জনেরও বেশি নাশকতাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।” বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শহিদুর রহমান বলেন, “এটি সম্প্রীতির বাংলাদেশ। এদেশ সকল ধর্মের লোকের, নির্দিষ্ট কোনো ধর্মের লোকের জন্য নয়। ১৮ কোটি মানুষের দেশ এটি। এদেশে যে ধর্ম-বর্ণের হোন...