ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গারো এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় অটোরিকশা চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার জুবলী গ্রাম থেকে অটোরিকশা চালক এবং মঙ্গলবার রাতে একই এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান হালুয়াঘাট থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুণ। গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের আজহারুল ইসলামের ছেলে অটোরিকশা চালক আবুল বাশার (২২) এবং নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে মো. মিলন মিয়া (২১)। ঘটনার পরদিন মঙ্গলবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা করেন। মামলায় বলা হয়েছে, “পূজা দেখার কথা বলে সোমবার সকালে ১৬ বছরের ওই কিশোরীকে মোবাইল ফোনে ডেকে নেন মিলন। পরে মেয়েটিকে নিয়ে সারাদিন স্থানীয় পার্কে ঘোরাঘুরি করেন মিলন। রাতে মিলন ওই কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেন। “বাড়ি ফেরার পথে অটোরিকশা চালক বাশার...