ভারত থেকে বাংলাদেশে বিয়ে হয়ে আসা মেয়ে বাবার মৃত্যু সংবাদে ছুটে যান সীমান্তে। কিন্তু কোনো কাগজপত্র না থাকায় বাঁধসাধে কাঁটাতারের বেড়া। পরে বিষয়টি জানানো হলে দুই দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে শেষবারের মত বাবার মুখ দেখার সুযোগ হয় মেয়ের। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, বুধবার দুপুরে যশোরের শার্শার উপজেলার ধান্যখোলা সীমান্তের মেইন পিলার ২৫/৬-এসের কাছে পতাকা বৈঠকের পর ভারতীয় নাগরিক জব্বার মণ্ডলের (৭৫) লাশ আনা হয়। বাংলাদেশে বিয়ে হয়ে আসা জব্বারের মেয়ে মিতু মণ্ডল (৩৮) ও স্বজনরা সেখানে তাকে শেষ বিদায় জানান। বিজিবি কর্মকর্তা সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ভারতের বাগদা থানার বাঁশঘাটা গ্রামের নাগরিক জব্বার মণ্ডল বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার মারা যান। মৃত্যুর খবর পেয়ে তার মেয়েসহ বাংলাদেশি স্বজনরা লাশ দেখতে বিজিবির কাছে আবেদন করেন। এ বিষয়ে...