পান্থর উপস্থাপনায় ‘স্টারগল্প’, অতিথি জুয়েল আইচ-তারিক আনাম খান মিরাজুল মইন জয় বলেন, “আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। তার চিকিৎসা লন্ডনে চলমান রয়েছে। দেশবাসীর কাছে আমরা দোয়া কামনা করছি।” সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছরের শুরুতে কথা বলতে অসুবিধা ও স্মৃতিভ্রংশসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন। গত ৯ এপ্রিল ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মাথার এমআরআই করানো হয়। রিপোর্টে ব্রেন টিউমারের উপস্থিতি ধরা পড়ে। পরে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, টিউমারটি মস্তিষ্কের অত্যন্ত জটিল স্থানে থাকায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হবে। পারিবারিক সিদ্ধান্তে ২৬ এপ্রিল তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়। সেখানে হারলি স্ট্রিট ক্লিনিকে দীর্ঘ তিন মাস পরীক্ষানিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার...