ছাদের পোলেস্তারা কখনো খসে পড়ছে ফ্লোরে, কখনো শিক্ষার্থীদের মাথার ওপর। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ শঙ্কা নিয়েই ক্লাস করছেন শিক্ষার্থীরা। এমন বেহাল দশা চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের ৩৪ নম্বর ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একাধিকবার আবেদনের পরও কোনো ধরনের উদ্যোগ না নেওয়ায় চরম হতাশায় বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে পাঠদান চালাচ্ছেন শিক্ষকরা।আরো পড়ুন:নদীভাঙনে ঝুঁকিতে পাটুরিয়া ঘাট, বসতবাড়িঝুঁকিপূর্ণ ভবনে চলছে রাজপুর প্রধান ডাকঘরের কার্যক্রম ঝুঁকিপূর্ণ ভবনে চলছে রাজপুর প্রধান ডাকঘরের কার্যক্রম সরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়ের ভবনটা পুরনো। বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। আবার কিছু কিছু জায়গা খসে পড়ছে। প্রায়ই পাঠদানের সময় পলেস্তারাসহ ছাদের ঢালাই খসে পড়ে। প্রতিদিনই আতঙ্কে থাকে শিক্ষার্থীরা। জানালা, দরজাও ভেঙে গেছে প্রায়। স্কুল মাঠে পানি যেন মাছ চাষের উপযোগী। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারজান,...