ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সারাদেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় মহানবমী বুধবার (১ অক্টোবর) মণ্ডপে মণ্ডপে চলছে প্রার্থনা, সঙ্গে বিদায়ের সুর। রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন মণ্ডপে এমন চিত্র দেখা গেছে।আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) দশমীতে দেবী দুর্গাকে বিসর্জন দেবে ভক্তরা। কৈলাশে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন দেবী দুর্গা। সরেজমিনে পুরান ঢাকার তাঁতী বাজারে দেখা যায়, সরু গলির মধ্যে উচু মঞ্চে তৈরি করা হয়েছে ব্যতিক্রমি মণ্ডপ। নিচ দিয়ে দুই পাশ দিয়ে বের হওয়া এবং প্রবেশের জন্য আলাদা ব্যবস্থা। শাস্ত্রীয় মতে, ২০২৫ সালে মা দুর্গা হাতির পিঠে চড়ে মর্ত্যে আসছেন এবং দোলায় চড়ে কৈলাসে গমন করবেন। দেবীর আগমন হাতির পিঠে হলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা বসুন্ধরাকে শস্য-শ্যামলা ও সমৃদ্ধ করে তোলে। তবে গমন দোলায় হলে তা মহামারি...