চট্টগ্রাম-কর্ণফুলীতে শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিন, মহা নবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক। বুধবার সন্ধ্যায় তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা "শ্রী শ্রী শ্রী লোকনাথ স্কুল" পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি বলেন, “এই দেশ ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো দেশ নেই। আমরা কোথায় যাবো? আমাদের ভালো কি বাইরের লোকেরা কোনোদিন করবে? কোনোদিন করবে না। কেউ করবে না। এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে অন্য কোনো রাষ্ট্র এসে আমাদের ভালো করবে। আমাদের ভালো আমাদেরই করতে হবে। এই যে আপনাদের পূজা করছেন, বিগত এক বছর রাষ্ট্র চলেছে, রাষ্ট্র চালিয়েছে কারা? আমাদের দেশের কৃতি সন্তানেরা। গত এক বছর তারা কত কৃতিত্বের সাথে একটা লন্ডভন্ড অবস্থা...