০১ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম ময়মনসিংহের তারাকান্দায় হেনস্থা করে বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দ ফকিরের চুল ও দাড়ি কাটার ঘটনায় মো: সুজন মিয়া (৩০) নামে আরও ১ আসামি গ্রেপ্তার হয়েছে। এনিয়ে গত দুইদিনে ২ আসামি গ্রেপ্তার হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৩ দিন করে রিমান্ড প্রার্থণা করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকাল ৩টা সংশ্লিষ্ট মামলায় আসামিদের ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়েছে। এ সময় বিজ্ঞ আদালতে আসামিদের বিরুদ্ধে এই রিমান্ড প্রার্থণা করা হয়। পৃথক পৃথক অভিযানে গতকাল (৩০ সেপ্টেম্বর) বিকালে ও রাতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রথমে আসামি মজনু মিয়া (৪৭) এবং পরে মো: সুজন মিয়া (৩০) কে গ্রেপ্তার করা হয়। তারা দু’জনেই উপজেলার কাশিগঞ্জ এলাকার বাসিন্দা। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে তারাকান্দা...