অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠাতব্য অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫-এ যোগ দিতে ৯ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই)। বুধবার,(০১ অক্টোবর ২০২৫) ও বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) এই এক্সপোতে যোগ দিতে (৩০ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করেছে প্রতিনিধি দলটি। অনুষ্ঠানটি সিডনি মেসোনিক সেন্টারে (এসএমসি) অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে ডিসিসিআই জানায়, সফরকালে প্রতিনিধি দল অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান করবে। পাশাপাশি এক্সপোতে আয়োজিত পণ্য প্রদর্শনী, নেটওয়ার্কিং সেশন, বিটুবি মিটিং এবং বিষয়ভিত্তিক সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পণ্য ও সেবার প্রসার ঘটানো এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে। সূত্র জানায়, এবারের এক্সপোতে তৈরি পোশাক, জুতা, পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ডিভাইস, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, খাদ্য ও ফলমূল, পর্যটন, কৃষি, ফার্নিচার, হস্তশিল্প এবং রিয়েল এস্টেট...