মালয়েশিয়ার একটি বিক্রয় ও বিতরণ কোম্পানি তিন বাংলাদেশি কর্মীর প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির দাবি, অভিযুক্তরা বিভিন্ন ক্রেডিট গ্রাহকের কাছ থেকে প্রায় ৭৫ হাজার রিঙ্গিত সংগ্রহ করে আত্মসাৎ করেছেন। তারা এখন লাপাত্তা। অভিযুক্তরা হলেন বাগেরহাটের মো. জুয়েল হাওলাদার, ঠাকুরগাঁওয়ের মো. মিজান ও মুন্সিগঞ্জের নাহিদ সরকার। তাদের মধ্যে জুয়েল ১৯ হাজার, মিজান ৩৬ হাজার ও নাহিদ ২০ হাজার রিঙ্গিত আত্মসাৎ করেছেন। কোম্পানি সূত্রে জানা গেছে, নাহিদ আগস্টের শেষ সপ্তাহ থেকে কর্মস্থলে অনুপস্থিত এবং তার বিরুদ্ধে এরই মধ্যে থানায় অর্থ জালিয়াতির মামলা হয়েছে। অন্য দুজন ৯ সেপ্টেম্বর থেকে গা ঢাকা দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আরও পড়ুনমালয়েশিয়ায় প্রযুক্তি উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি মুশফিকের চমকমালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযান, অভিবাসী ও নিয়োগকর্তাসহ আটক ৩১মালয়েশিয়ায় বাধ্যতামূলক হচ্ছে অভিবাসী কর্মীদের প্রভিডেন্ট ফান্ড এ নিয়ে কথা...