সবকিছু স্বাভাবিক হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্বনির্ভর বাজার পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। জেলা প্রশাসক বলেন, ‘‘খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা তদন্তে গঠিত ৫ সদস্যের কমিটি কাজ শুরু করে দিয়েছে। এখন তথ্য সংগ্রহ চলছে। আগামী রবিবার থেকে সরেজমিন কাজ শুরু হবে।’’ তিনি আরো বলেন, ‘‘সবকিছু স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা বাহিনীর মতামতের ভিত্তিতে ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়ে ঘোষণা করা হবে।’’ একইসঙ্গে খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। পরে বিশেষ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে জানান তিনি। এ সময় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)...