বুধবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে নিসচা আয়োজিত সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় ভার্চ্যুয়ালি কানাডা থেকে বলেন, ‘আমার বাবা ব্রেন টিউমারে আক্রান্ত। চিকিৎসা এখনও চলমান রয়েছে। ২৬ এপ্রিল থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। দীর্ঘ এই সময় একমাত্র চিকিৎসাজনিত কারণে।’ তিনি জানান, এ বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হতে থাকে। পরিবারের সদস্যরা ৯ এপ্রিল তাঁকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মাথার এমআরআই করা হয়। রিপোর্টে দেখা যায়, ব্রেন টিউমার রয়েছে। এর কারণে আগে থেকেই তিনি কথা বলার সময় আটকে যেতেন এবং অনেক কিছু মনে রাখতে কষ্ট হতো। এমআরআই রিপোর্টের পর ১৩ এপ্রিল তাঁকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স-এ নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা বোর্ড গঠন করে পরামর্শ দেন, টিউমারটি ব্রেনের...