০১ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পিএম ইসলামিক রেভোলিউশনারি গার্ডসের (আইআরজিসি) একজন ঊর্ধ্বতন কমান্ডার বুধবার আধা-সরকারি ফারস বার্তা সংস্থাকে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রয়োজন বিবেচনায় বাড়ানো হবে। তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমাবদ্ধ করতে পশ্চিমা দেশগুলি যেসব দাবি জানিয়েছে, তার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। ইরানি কর্মকর্তাদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার উপর বিধিনিষেধ আরোপের জন্য যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশের দাবি পারমাণবিক চুক্তির পথে বাধা সৃষ্টিকারী বিষয়গুলোর মধ্যে অন্যতম।পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির মাধ্যমে পারমাণবিক ওয়ারহেডের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি করতে সক্ষম এবং দেশটি একটি ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায়ছে। তেহরান অবশ্য পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে। ইরানি ক্ষেপণাস্ত্রের ঘোষিত পাল্লা হলো ২,০০০ কিলোমিটার। দেশটির কর্মকর্তারা অতীতে বলেছিলেন, দেশের সুরক্ষার জন্য...