বছরের পর বছর ধরে সংঘাত এবং জাতিগত সহিংসতার শিকার মিয়ানমারের রাখাইন রাজ্য। যুদ্ধ, অবরোধ এবং তহবিল হ্রাসের মারাত্মক সংমিশ্রণের কারণে অঞ্চলটি এখন আশঙ্কাজনক ক্ষুধা সংকটের মুখোমুখি। জাতিসংঘ বিশ্ব খাদ্য সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গত বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে আজিব বাহারের (৩৮) ছয় মাস বয়সী ছেলে অসুস্থ হয়ে পড়ে। রোহিঙ্গা মার কাছে শিশুকে দেওয়ার মতো কোনো ওষুধ বা খাবার ছিল না। ছেলেটি মায়ের কোলেই মারা যায়।বাংলাদেশের কক্সবাজারের একটি শরণার্থী শিবির থেকে বাহার বলেন, ‘আমার বাচ্চারা সারা রাত ক্ষুধার জ্বালায় কেঁদেছিল। আমি ঘাস সিদ্ধ করে তাদের চুপ করিয়ে দিয়েছিলাম।’মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মিয়ানমারের সংখ্যালঘু গোষ্ঠীগুলোর ওপর একটি উচ্চ-স্তরের জাতিসংঘ সম্মেলনে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ঘোষণা করেছে, তারা রাখাইন থেকে পালিয়ে আসা দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশি শরণার্থী শিবিরগুলোকে সহায়তা করার...