রাশিয়া থেকে আনা ৫২ হাজার ৫শ মেট্রিক টন গমবাহী এমভি পার্থ জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙরে নোঙর করেছে। গত সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চলতি বছরের ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তি নম্বর ১৩. ০১. ০০০০. ০৯৩. ৪৬. ০২৩. ২৫-৬২৯ (প্যাকেজ-১) এর আওতায় এ গম আমদানি করা হয়েছে। জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। উল্লেখ্য, মোট ৫২ হাজার ৫শ টনের মধ্যে ৩১ হাজার ৫শ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার টন মোংলা বন্দরে খালাস করা হবে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। রাশিয়া থেকে আনা ৫২ হাজার ৫শ...