০১ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম ভুঁড়ির সঙ্গে দাড়ির কি কোনও সম্পর্ক রয়েছে? বিশালাকায় বপু চলার গতি শ্লথ করে দেয়, তা সবার জানা। কিন্তু বাড়তি দাড়ি কি একাগ্রতায় বিঘ্ন ঘটায়? কে জানে! হলেও হতে পারে। তাই তো ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মার্কিন সেনাবাহিনীর সদস্যদের ‘ভুঁড়ি’ কমানোর নির্দেশ দিয়েছেন। আর তার ওই নির্দেশ ঘিরে যুক্তরাষ্ট্রে জোর সমালোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ‘স্কাই নি্জ’ এর প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার কুয়ান্টিকোতে মার্কিন সেনাবাহিনীর এক অনুষ্ঠানে হাজির ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট সেনা সদস্যদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শারীরিক সক্ষমতা, চারিত্রিক দৃঢ়তা ও শক্তিতে মনোযোগ ফেরানোই নতুন দৃষ্টিভঙ্গির লক্ষ্য। কারও অনুভূতির সুরক্ষা দেওয়া মার্কিন সেনাবাহিনীর উদ্দেশ্য নয়।’ একই অনুষ্ঠানে...