০১ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম ভারতের অবৈধভাবে দখলীকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জাতীয় সঙ্গীত বাজানোর সময় দাঁড়াতে অস্বীকার করায় ১৫ জন কাশ্মীরি দর্শককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনগরে একটি পুলিশ ফুটবল টুর্নামেন্টে ভারতীয় সঙ্গীত পাঠের সময় না দাঁড়ানোর 'অপরাধে' ১৫ জন দর্শককে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীনগরের টিআরসিতে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত পুলিশ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নয়া দিল্লি-নিযুক্ত লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উপস্থিত ছিলেন। প্রচলিত প্রোটোকল অনুসারে, অনুষ্ঠানের সময় একটি লাইভ ব্যান্ড কর্তৃক ভারতীয় সঙ্গীত বাজানো হয়। পুলিশ জানিয়েছে, কোঠিবাগ থানার কর্মকর্তারা পরবর্তীতে দর্শকদের গ্যালারি থেকে ১৫ জন ব্যক্তিকে সঙ্গীত চলাকালীন উঠে না দাঁড়ানোর জন্য আটক করে। তবে, কাশ্মীরিরা মনে করে, জম্মু ও কাশ্মীর একটি জাতিসংঘ-স্বীকৃত বিতর্কিত অঞ্চল এবং ভারতের...