ভারতের রাজস্থানে সরকারি সরবরাহকৃত কাশির সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ শিশু অসুস্থ হয়েছে। এমনকি সিরাপের নিরাপত্তা প্রমাণ করতে তা খাওয়ার পর এক চিকিৎসকও অজ্ঞান হয়ে পড়েন। গত দুই সপ্তাহে এ ঘটনাগুলো ঘটে বলে রাজ্য স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। সিরাপটিতে ডেক্সট্রোমেথরফান হাইড্রোব্রোমাইড নামের উপাদান ছিল। এটি কেসন ফার্মা নামের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাজস্থানের জন্য তৈরি করেছিল। সোমবার সিকার জেলার পাঁচ বছরের শিশু নীতিশ এই সিরাপ খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেলে বিষয়টি আলোচনায় আসে। নীতিশর পরিবার জানায়, সর্দি-কাশিতে আক্রান্ত শিশুটিকে গত রোববার চিরানা কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে ওই সিরাপ খাওয়ানোর পরামর্শ দেন। রাতে মা শিশুটিকে সিরাপ খাওয়ানোর পর সে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে একবার হেঁচকি তোলার পর আবার ঘুমিয়ে যায়।...