ইরানি গবেষকরা আন্তর্জাতিক বিজ্ঞানীদের সহযোগিতায় ক্যান্সার প্রতিরোধী ও সংক্রমণ রোধে কার্যকর নতুন একটি ন্যানোকম্পোজিট উদ্ভাবন করেছেন। বিজ্ঞানীরা বলছেন, এ উদ্ভাবন স্বাস্থ্যখাতে নতুন ওষুধ উৎপাদনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। জানাগেছে, উত্তর-পূর্ব ইরানের দামগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথভাবে এই ন্যানোকম্পোজিট তৈরি করেছেন। এটি ন্যানো আকারের সূক্ষ্ম কণায় গঠিত, যার বিশেষ সংমিশ্রণই একে অনন্য চিকিৎসাগত বৈশিষ্ট্য দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ন্যানোকম্পোজিটের রয়েছে তিনটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য— ক্যান্সার কোষ প্রতিরোধী ক্ষমতা: এটি সরাসরি অস্বাস্থ্যকর কোষের বৃদ্ধি রোধ করতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট গুণ: শরীরের কোষকে ক্ষতিকর উপাদানের আক্রমণ থেকে সুরক্ষা দিতে সক্ষম। অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য: সংক্রমণ সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে কার্যকর। গবেষকরা মনে করছেন, এই ন্যানোকম্পোজিট ভবিষ্যতে ক্যান্সার, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও বিভিন্ন রোগের চিকিৎসায় নতুন...