গাজাগামী জাহাজবহরে হস্তক্ষেপ করলে ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাবে মালয়েশিয়া। শুধু প্রতিবাদ নয়, আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক উদ্যোগও নেয়া হবে। পাশাপাশি, ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগগুলোকেও মালয়েশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সময় মঙ্গলবার সুমুদ নুসানতারা কমান্ড সেন্টার -এস.এন.সি.সি পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আনোয়ার ইব্রাহিম বলেন, সুমুদ ফ্লোটিলায় হামলা চালানো হলে আমরা তীব্র প্রতিবাদ শুরু করব। আমি শান্তি প্রস্তাব দেয়া দেশগুলো, যেমন- ইতালি, স্পেন, চীন ও তুরস্কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। আগামী দিনগুলো নিঃসন্দেহে কঠিন হতে চলেছে। তবে আমার দৃঢ় বিশ্বাস, এ জাহাজের অভিযাত্রীদের দৃঢ়তা সব প্রতিকূলতা কাটিয়ে উজ্জল এক ইতিহাস সৃষ্টি করবে। চলতি বছরের অক্টোবরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে গাজার...