চুল পড়া, খুশকি কিংবা অকালপক্বতার মতো সমস্যা আজকাল অনেকের সঙ্গেই জড়িয়ে গেছে। যত দামি শ্যাম্পু বা কন্ডিশনারই ব্যবহার করুন না কেন, প্রকৃতির সহজ সমাধানের তুলনা হয় না। ধরুন চিয়া সিডের কথাই; ছোট্ট এই বীজ শুধু খাবার নয়, ত্বক ও চুলের যত্নেও হয়ে উঠতে পারে কার্যকরী সঙ্গী। পুষ্টিগুণে ভরপুর চিয়ার তেল এখন কেশচর্চায় আলোচিত উপাদান। কেশ বিশেষজ্ঞদের মতে, শুধু খাওয়া নয়; চিয়া সিডের তেল সরাসরি মাথায় মাখলেও মিলতে পারে দারুণ উপকার।চুলের জন্য চিয়া কেন উপকারী?১. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুরচিয়া বীজে রয়েছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এটি যেমন হৃদ্যন্ত্রের জন্য ভালো, তেমনি মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও কার্যকর। চিয়ার তেল মাখলে মাথার ত্বকে রক্ত চলাচল বাড়ে, ফলে চুল হয় আরও স্বাস্থ্যকর।কলার জাদুতেই চুল হবে ঝলমলে, জেনে নিন সহজ টোটকা২. চুলের গোড়া শক্ত...