রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট চালাবেন না বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। রুশ বার্তা সংস্থা তাস-কে তিনি এ তথ্য জানান। পেসকভ বলেন, প্রেসিডেন্ট ক্রেমলিনের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত আছেন, তবে তিনি নিজে সরাসরি যুক্ত হতে চান না। মুখপাত্রের মতে, ক্রেমলিনের কর্মীরা নিয়মিতভাবে পুতিনকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। এছাড়া পরিবার ও ঘনিষ্ঠজনেরাও মাঝে মাঝে অনলাইনের বিভিন্ন তথ্য তাকে শেয়ার করেন। ২০১৭ সালে পুতিন নিজেই বলেছিলেন, তার ব্যস্ত সময়সূচির কারণে ইন্টারনেট ব্রাউজ করার ফুরসত নেই। অল্প কিছু অবসর সময় তিনি ব্যয় করেন শরীরচর্চা, সংগীত শোনা কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মতো কাজে। তখন তিনি বলেছিলেন, আমি সময়কে এমনভাবে ভাগ করি, যাতে সৃজনশীল বিকাশের সুযোগ থাকে। সংগীত শোনা, খেলাধুলা করা বা বন্ধুদের সঙ্গে...