জয় জানান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন চলতি বছরের শুরু থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। কথা বলার সময় আটকে যাওয়া এবং স্মৃতিভ্রংশের লক্ষণ দেখা দিলে ৯ এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ ছয় ঘণ্টার পরীক্ষানিরীক্ষা শেষে তার মাথার এমআরআই করা হয়। রিপোর্টে ধরা পড়ে, তার মস্তিষ্কে টিউমার রয়েছে। পরবর্তীতে তাকে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সে নেওয়া হয়, যেখানে বিশেষজ্ঞরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থিত, যা অপারেশনজনিত ঝুঁকিপূর্ণ। ফলে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। ২৬ এপ্রিল তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে পৌঁছানোর পরপরই তাকে হারলি স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয় এবং নিউরোসার্জনের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। দীর্ঘ তিন মাসের পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রখ্যাত নিউরোসার্জন প্রফেসর ডিমিট্রিয়াসের...