ঢাকা : এ প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হিমাদ্রিতা পর্ণা। দুই বছর পর শারদীয় দুর্গা পূজায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সিঙ্গাপুরে। গত ২৮ সেপ্টেম্বর থেকে শ্রী শ্রীনিভাসা পেরুমাল মন্দিরে গাইছেন তিনি।পর্ণা বললেন, সিঙ্গাপুরে দুর্গা পূজা উদযাপন করতে ভালো লাগে। এর আগে ২০২২ সালে শো করেছিলাম। এখানে আমার আত্মীয়–স্বজন, বন্ধু–বান্ধব আছেন। প্রবাসীরা আমার গান পছন্দ করেন। তাদের আমন্ত্রণ উপেক্ষা করতে পারিনি। এখানে গানের অবসরে মণ্ডপে ঘুরছিদীপাবলিতেও গাইবো। দারুণ সময় কাটছে।পর্ণা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন বিভিন্ন ছবি। কখনো শাড়ি, কখনো সালোয়ার কামিজে দেখা যাচ্ছে তাকে। পর্ণা জানালেন পূজায় শাড়ি পছন্দ করেন। তবে এবার ওয়েস্টার্নও রেখেছেন।জানা গেছে, সিঙ্গাপুরে কয়েকটি মিউজিক ভিডিওর শুটিংও করবেন পর্ণা। পরবর্তীতে তার ইউটিউব চ্যানেলে সেগুলো প্রকাশ করবেন। এর আগেও তিনি সিঙ্গাপুরে মিউজিক ভিডিওর শুট করেছিলেন।নিউজজি/জেডএইচ ঢাকা : এ প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হিমাদ্রিতা...