দেশে ফের চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বর। দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডেঙ্গু এখন কেবল শহরে নয়, এর প্রকোপ ছাড়িয়ে গেছে দেশের বিভিন্ন জেলাতেও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন। এর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেল। বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪৭ হাজার ৮৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত একদিনে সারা দেশে ৪৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে...