ফুটবলকে বাংলাদেশের বৈশ্বিক ব্র্যান্ড ইমেজ উন্নত করার শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টেবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাফুফের পক্ষে সভায় নেতৃত্ব দেন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম। উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিটির সদস্য তাজওয়ার আওয়াল এবং বাফুফের অফিসিয়াল কিট পার্টনার কেএসি ফ্যাশন ওয়্যার লিমিটেডের এমডি আবিদ আলম চৌধুরী। অন্যদিকে বিজিএমইএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মিজানুর রহমান, পরিচালক শহর রায়েদ চৌধুরী ও আসেফ কামাল পাশা। এছাড়া ছিলেন স্থায়ী কমিটির চেয়ারম্যান (স্পোর্টস)...