নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য ‘কর্মচারী ভবিষ্যনিধি তহবিল’ (EPF) এ অবদান রাখা বাধ্যতামূলক করছে দেশটির সরকার।২০২৫ সালের অক্টোবর মাসের বেতন থেকেই এই নিয়ম কার্যকর হবে এবং নভেম্বর থেকে ইপিএফে জমা শুরু হবে। কর্মচারী ও নিয়োগকর্তা উভয়েই মাসিক বেতনের ২% করে ইপিএফে জমা দেবেন অবসরকালীন সঞ্চয় নিশ্চিত করে এটি একটি সামাজিক সুরক্ষা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ইপিএফ প্রধান নির্বাহী আহমেদ জুলকারনাইন ওন বলেন,“এই বাধ্যতামূলক অবদান সামাজিক সুরক্ষা জোরদার করবে, শ্রমবাজারে ন্যায্যতা নিশ্চিত করবে এবং সব জাতীয়তার কর্মীদের জন্য সমান সুযোগ তৈরি করবে।” তিনি আরও জানান, ইমিগ্রেশন বিভাগ ও অন্যান্য সংস্থার সঙ্গে ডেটা সমন্বয় ও প্রযুক্তি উন্নয়নের কাজ চলছে, যাতে নীতি বাস্তবায়ন কার্যকর হয়। অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ও কর্মসংস্থান পাসধারীরা স্বয়ংক্রিয়ভাবে সদস্য হবেন ২০২৬ সালের জানুয়ারি থেকে থাম্বপ্রিন্ট...