বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নিসচা আয়োজিত সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জয় জানান,“আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। চিকিৎসা এখনও চলছে। দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চাই।” চলতি বছরের শুরু থেকে শারীরিক জটিলতায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন ৯ এপ্রিল ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার এমআরআই করা হয় রিপোর্টে ব্রেনের গভীরে টিউমার ধরা পড়ে, যা গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থান করছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস জানিয়েছে, অপারেশন ঝুঁকিপূর্ণ হতে পারে পারিবারিক সিদ্ধান্তে ২৬ এপ্রিল লন্ডনে নেওয়া হয় তাকে হারলি স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয় নিউরোসার্জনের তত্ত্বাবধানে ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অপারেশন হয় ডাক্তারদের মতে, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। ফলে আংশিক অপারেশন করে বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।...