বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক নেতা পদত্যাগ করেছেন৷ পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখালেও দলের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করে শেষে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এনসিপির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়ক মো. মোশাররফ হোসেন স্বপন। চব্বিশের ৫ অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি এনসিপির বগুড়া জেলা কমিটির সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক উইংয়ের ১ নম্বর যুগ্ম সমন্বয়ক হন। গত ১৫ সেপ্টেম্বর পদত্যাগপত্র দিলেও এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। মোশাররফ হোসেন স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলটির ভবিষ্যৎ দেখছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু থানা, ইউনিয়ন কমিটি গঠনের কোনো উদ্যোগ...