গত বছর মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে আজিব বাহারের ছয় মাস বয়সী ছেলে অসুস্থ হয়ে পড়েছিল। ৩৮ বছর বয়সী এই রোহিঙ্গা মা জানান, সন্তানকে দেওয়ার জন্য তার কাছে কোনো ওষুধ বা খাবার ছিল না। ছেলেটি তার কোলেই মারা যায়। বাংলাদেশের কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বাহার বলেন, “আমার বাচ্চারা সারা রাত ক্ষুধার জ্বালায় কেঁদেছিল। আমি ঘাস সিদ্ধ করে তাদের চুপ করিয়ে দিয়েছিলাম।” জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মতে, পশ্চিম উপকূলীয় অঞ্চল রাখাইন রাজ্য বছরের পর বছর ধরে সংঘাত এবং জাতিগত সহিংসতার শিকার হয়েছে। ‘সংঘাত, অবরোধ এবং তহবিল হ্রাসের মারাত্মক সংমিশ্রণের কারণে’ এখন ‘উদ্বেগজনক’ অনাহার সংকটের মুখোমুখি হচ্ছে। ২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে এবং বিক্ষোভ দমনের উপর নির্মমভাবে দমন-পীড়নের পর থেকে মিয়ানমার সংকটে রয়েছে। এর ফলে দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহ শুরু...