কারণ এতে আছেন বলিউডের পরিচিত চিত্রগ্রাহক অমিত রায়। ছবির মিটিংয়ে হঠাৎই হাজির বলিউড অভিনেতা আমির খান! কী অবাক লাগছে? লাগারই কথা! না, আমির খান বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করছেন না। মূলত প্রি-প্রোডাকশনের মিটিংটি হয়েছে মুম্বাইয়ে আমির খানের সেটে। সেখানে আমির তাঁর নতুন কাজের শুটিং করছিলেন। সিনেমাটির চিত্রগ্রাহক হলেন অমিত রায়। ব্যস, মিটিংয়ের বদৌলতে আমির খানের সঙ্গে দেখা হয়ে যায় ‘প্রিন্স’ পরিচালক-প্রযোজকের। আবু হায়াত মাহমুদ সেই বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘প্রি-প্রোডাকশনের এই মুহূর্তগুলো আমাদের জন্য খুবই বিশেষ। ধন্যবাদ অমিত দা, আমাদের জন্য এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য।’ তথ্য জানতে আবু হায়াত মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘এটা বেশ ভালোলাগার বিষয়। আমির খান অনেক বড় মাপের শিল্পী। তাঁর সঙ্গে সময় কাটানোর...