তালেবান সরকারের শাসনের বেশ কয়েকটি সুবিধা ও একটি অসুবিধা দেখিয়েছেন মামুন সাহেব তাঁর সাক্ষাৎকারে। সুবিধাগুলোর মধ্যে নিরাপত্তা, উন্নয়ন ও বিচারব্যবস্থার কথা বলেছেন। আর অসুবিধার কথা দেখিয়েছেন নারী শিক্ষাকে। এত অধিক সংখ্যক মানুষের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও কোথাও আইনশৃঙ্খলার অবনতি নেই, সেটা নিশ্চয়ই খুবই বড় অর্জন। উন্নয়নের ক্ষেত্রে সঠিক ও নির্দিষ্ট করে কোনো একক না বললেও জানিয়েছেন, আফগান সরকার আট লাখ মানুষকে নানা ভাতা দেয়, যাঁরা যুদ্ধে নিহত হয়েছেন। এমনকি তালেবানের বিপক্ষে যারা যুদ্ধ করেছে, তাদের ভুক্তভোগী পরিবারের অনেকে সে ভাতা পায়। বিচারব্যবস্থা প্রসঙ্গেও আফগানের উদাহরণ বেশ ভালো ও অনুসরণযোগ্য, সেখানে অল্পদিনের মধ্যেই বিচার সমাধা করে ফেলতে হয়, আমাদের দেশে যা সম্ভব নয় ঔপনিবেশিক আইন কাঠামোর জন্য। আমাদের নিজেদেরই একটা জমির মামলা ত্রিশ বছর ধরে ঝুলছে কোর্টে। ফলে অবশ্যই আফগানের উদাহরণ...