ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার অনেকটা কাছে চলে এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজগুলো গাজা থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।এই ফ্লোটিলায় ৪৫টি জাহাজে ত্রাণ নিয়ে গাজার দিকে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী। জাহাজগুলো গাজা থেকে ঠিক কতটা দূরে আছে সেটি সরাসরি দেখতে এখানেক্লিক করুন।এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো আটকের প্রস্তুতি নিচ্ছে। অধিকারকর্মীদের ওপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা তাদের।জাহাজগুলো জব্দের সময় অধিকারকর্মীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে আসোদ বন্দরের আশপাশের হাসপাতালগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। অপরদিকে তাদের আটকাতে আসোদ বন্দরে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে ইসরায়েল।ইয়েনেত জানিয়েছে, গাজার কাছে আসার পর ইসরায়েলি নৌবাহিনী এলিট ইউনিট সায়েতেত ১৩-এর সেনারা জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেবেন। ওই...