শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক প্রকাশ করল নতুন গান ‘শারদার আগমন’। জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন পুনম মিত্র। গানটিতে কণ্ঠ দিয়েছেন পুনম মিত্র ও আনন্দিত অথি। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গানটি প্রকাশ হয়েছে। গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন,...