তবে স্থানীয় বাসিন্দা ও বিদেশি মানবাধিকার কর্মীদের তোপের মুখে প্রায় আধা ঘণ্টা পর দুই শিশুকেই ছেড়ে দিতে বাধ্য হয় ইসরায়েল। আটক হওয়ার সময় দুই শিশু আতঙ্কিত হয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সশস্ত্র এক সেনার সামনে কাঁদতে কাঁদতে হাত ধরে দাঁড়িয়ে আছে তারা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই শিশুরা আসলে নিজেদের বাড়ির কাছেই ফুটবল খেলছিল। স্থানীয় বাসিন্দা বাদর আল-তামিমি বলেন, শিশুরা হঠাৎ বাড়িটির সামনে দাঁড়িয়ে পড়ে। অথচ সেনারা এটিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে পরিণত করেছে। Footage circulating online shows Israeli forces detaining two Palestinian boys, reportedly in the old city of Hebron in the occupied West Bank, on Mondaypic.twitter.com/wZx6vG6mvX ফিলিস্তিনে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনাকে দখলদারত্বের নির্মম দৈনন্দিন বাস্তবতার প্রতিফলন বলে...