বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আরো চারজন সদস্য। আজাদ আবুল কালাম, সামিনা লুৎফা নিত্রা, লায়েকা বশীর এবং র্যাচেল প্যারিস বুধবার বিকেলে শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের (রেজাউদ্দিন স্টালিন) কাছে পদত্যাগপত্র জমা দেন। আজাদ আবুল কালাম ও সামিনা লুৎফার পদত্যাগপত্রের কপি দেখেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এ বিষয়ে জানতে চাইলে রেজাউদ্দিন স্টালিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের পদত্যাপত্র পেয়েছি। আমি যথানিয়মে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব।" আজাদ আবুল কালাম পদত্যাগপত্রে লিখেছেন, "পরিষদকে সম্পূর্ণ অকার্যকর রেখে ব্যক্তির স্বেচ্ছাচারিতা চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদের রক্তের প্রতি সবচেয়ে বড় অবিচার হিসেবে দেখছি। বেআইনিভাবে শিল্পকলা যতদিন চলেছে, ততদিনের কোনো কর্মকাণ্ডের দায়ভার আমি নেব না, কারণ পরিষদকে ইচ্ছাকৃতভাবে পাশ কাটানো ও অকার্যকর রাখা হয়েছে।" আর সামিনা লুৎফা লিখেছেন, "শিল্পকলা একাডেমির কার্যক্রম আইনানুযায়ী পরিচালিত হচ্ছে না। কাজেই বেআইনি...