গাজায় অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ মানবিক নৌবহরে থাকা কর্মীরা মঙ্গলবার থেকে বুধবার রাতের মধ্যে ইসরায়েলি বাহিনীর হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন। তবে তারা জানিয়েছেন মিশন চালিয়ে যাওয়ার ব্যাপারে তারা দৃঢ়প্রতিজ্ঞ। জেইনেল আবিদিন ওজকান নামের একজন নৌবহর থেকে সংবাদ সংস্থা আনাদোলুকে ফোনে জানান, তিনি ‘আদাজিও’ নামের জাহাজের ডেকে আছেন—যা নৌবহরের অংশ হয়ে গাজার দিকে এগোচ্ছে। ওজকান বলেন, মঙ্গলবার রাত থেকেই তারা গাজার উপকূলের এত কাছাকাছি পৌঁছে গেছেন যে ইসরায়েলি সেনারা তাদের আক্রমণ বা মানবিক মিশনে বাধা দিতে পারে। গত রাতে আমাদের বহরের ওপরে ঘন ঘন ড্রোন ওড়ানো হচ্ছিল। তিনি বলেন, ‘ভোর ৫টার দিকে দুটি নৌকা এসে আমাদের বহরের মূল জাহাজগুলোর একটি আলমাএর জিপিএস ও ইন্টারনেট ডেটাবেজে সাইবার আক্রমণ চালায়, ফলে আমাদের সঙ্গে সেই জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’...