ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আয়োজন করা ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নিতে ইতালি থেকে গাজার দিকে এগিয়ে যাচ্ছেন আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপক পরিচালক শহীদুল আলম। অভিযানে অংশ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন। পোস্টে শহীদুল আলম জানিয়েছেন, তিনি জ্যাকেটে বা টি-শার্টে আবু সাঈদের ছবি ধারণ করে রেখেছেন। শহীদুল লিখেছেন, আজ তার বড় ভাইয়ের জন্মদিন—যিনি সামাজিক জীবনে বিদ্রোহী ছিলেন এবং জীবনের শেষ প্রান্তে অনন্য এক পথ বেছে নিয়েছিলেন; তার মৃত্যু তার জন্য নতুন এক উপলব্ধির দরজা খুলেছে। শহীদুল আলম আরও বলেন, তিনি সেই পোশাক পরে গেছেন যাতে স্মরণ করা হয় সেই ব্যক্তিকে — যিনি সশস্ত্র বাহিনীর সামনে উন্মুক্ত বুকে দাঁড়িয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। পোস্টে তিনি ১৬ জুলাই ২০২৪ সালের যে ঘটনাটির কথা উঠেছে তা স্মরণ করে বলেন, ওই মৃত্যু...