ফিলিস্তিনের গাজা উপত্যকার কাছাকাছি পৌঁছানোর পর ইসরায়েলি নৌ-বাহিনী মানবিক মিশন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরের কিছু জাহাজ ঘিরে ফেলেছে। ফ্লোটিলার কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১ অক্টোবর) ইসরায়েলি জাহাজ তাদের বহরের কিছু জাহাজ ঘেঁষে ‘বিপজ্জনক ও ভীতিকর আচরণ’ করছে। সংগঠনটি জানিয়েছে, দুটি ইসরায়েলি যুদ্ধজাহাজ দ্রুত এগিয়ে এসে ফ্লোটিলার নৌকা আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এসময় সব নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। থিয়াগো অ্যাভিলা নামে ফ্লোটিলার এক কর্মকর্তা এটিকে ‘সাইবার আক্রমণ’ হিসেবে গণ্য করছেন। যদিও পরে তারা স্বল্পমাত্রায় যোগাযোগ পুনরুদ্ধার করেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ৪০টির বেশি বেসামরিক জাহাজ রয়েছে। পুরো বহরে অন্তত ৫০০ জন রয়েছেন, যাতের অনেকেই সংসদ সদস্য, আইনজীবী ও অ্যাক্টিভিস্ট। সুইডিশ পরিবেশ ও জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আছেন এই বহরে। ফ্লোটিলার কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের এই শত্রুভাবাপন্ন আচরণে ৪০টির বেশি দেশের...