’সম্প্রীতির আলোকে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন’ নিয়ে দেশের অন্যান্য স্থানের ন্যায় ঢাকার বনানীতে গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন (GBSPF) এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। গত ২৮শে সেপ্টেম্বর ২০২৫ (ষষ্ঠী) থেকে শুরু হয়, যা চলবে ২রা অক্টোবর, ২০২৫ (বিজয়া দশমী) দুপুর পর্যন্ত। আয়োজকরা জানান, শারদোৎসব ২০২৫ এই সংগঠনের ১৮তম আয়োজন, যা প্রতিবারের মতো এবারও প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সম্মিলিত হয়েছেন হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের এবং সমাজের সব স্তরের সব বয়সের মানুষ। পূজামন্ডপে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক, বাংলাদেশে নিযুক্ত ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, বাংলাদেশে নিযুক্ত নেপালের হাই কমিশনার ঘনশ্যাম ভান্ডারীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ। শারদীয় দুর্গাপূজা বাঙালি সনাতনধর্মী সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব হিসেবে বিবেচিত। এটি...