জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমাদের মনে হয় চাপের কারণে নির্বাচন কমিশন কোনো ভয়ে বা চাপে স্বেচ্ছাচারিতা বা বৈষম্যমূলক আচরণ করছেন যে, তারা আমাদের শাপলা প্রতীক দেবেন না। একটা অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান হয়ে সেচ্ছাচারী আচরণ করছে।’ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধাঁনগড় ইউনিয়নের মালিগাঁও তেতুঁলতলা সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন শেষে আজ বুধবার বিকেলে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম। সংগঠক সারজিস আলম বলেছেন, ড. ইউনুস যদি এখন আর্ন্তজাতিক মহলে বাংলাদেশের মানুষের এত ত্যাগ-তিতিক্ষা ভুলে গিয়ে এত রক্ত বিসর্জন, প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য বিদেশে গিয়ে আওয়ামী লীগ ফেরানোর স্টেটমেন্ট দিয়ে সুশীল সাজেন, তাহলে বাংলাদেশের মানুষ ছাড় দিতে জানেন। ছেড়ে দেবেন না।’ তিনি বলেন, ‘জুলাই...