ঘড়ির কাঁটায় ঠিক সকাল ১০টা বেজে ৫৫ মিনিট। মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুকে তোলা হয় আসামির কাঠগড়ায়। মিনিট কয়েক পরই এজলাসে প্রবেশ করেন তাঁর আইনজীবী। প্রথমে সালাম বিনিময়, কিছুক্ষণের আলাপ শেষে মানবতাবিরোধী অপরাধের মামলার এই আসামি হাসিমুখে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে দেখান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষের এমন দৃশ্যে ইনুর চেহারায় অনুশোচনা বা অনুতাপের কোনো ছাপ চোখে পড়েনি। অথচ জুলাই আন্দোলনে চলা হত্যাযজ্ঞ ও নৃশংসতার পেছনে অন্যতম পরিকল্পনাকারী এই জাসদ সভাপতি। শেখ হাসিনাকে মারণাস্ত্র ব্যবহারের উসকানিদাতাও তিনি— এমনটিই উঠে এসেছে মামলার বিভিন্ন নথি পর্যালোচনায়। শুধু ইনুই নন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে হওয়া বিভিন্ন মামলার আসামিদের চেহারায়ও প্রায়শই হাসির দেখা মেলে। আদালতে হাজিরা দিতে এসে কেউ কেউ আবার নানান মন্তব্যেরও জন্ম দেন। তবে, অপরাধ বিশেষজ্ঞদের মতে, পরাজিতরা সবসময় নিজেদের...