কোরআনে আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, যারা গায়েবের ওপর ইমান আনে, নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, যারা ইমান আনে ওই কিতাবের ওপর যা আপনার প্রতি নাজিল করা হয়েছে এবং সেই কিতাবগুলোর ওপরও যা আপনার আগে (অন্য নবীদের ওপর) নাজিল করা হয়েছিল, আর তারা আখেরাতেও দৃঢ় বিশ্বাস রাখে। (সুরা বাকারা: ৩-৪) এ আয়াতে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে—‘গায়েব বা অদেখা বিষয়ের ওপর ইমান আনা।’ ওলামায়ে কেরাম বলেন, অদেখা বলতে বোঝায় সেইসব বিষয় যা আমাদের ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না এবং সরল যুক্তি দিয়েও ধরা যায় না। যেমন আল্লাহর সত্তা, ফেরেশতাগণ, জান্নাত-জাহান্নাম, কেয়ামত, আসমানি কিতাব, নবীদের নবু্য়্যত, তকদির, মৃত্যু পরবর্তী পুনরুত্থান, আখেরাতের হিসাব-নিকাশ ও শাস্তি-পুরস্কারের ব্যবস্থা ইত্যাদি। ইমাম ফখরুদ্দীন রাজি (রহ.)...