নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা কমছিল। তবে অবশেষে সেই প্রবণতায় পরিবর্তন এসেছে। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে ৪০টি। একই সময়ে স্থানীয় বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে। ২০২৩ সালের নভেম্বর থেকে বিদেশি ও প্রবাসীরা ধারাবাহিকভাবে শেয়ারবাজার ছাড়ছিলেন। চলতি বছরের আগস্ট পর্যন্ত এ প্রবণতা অব্যাহত থাকলেও সেপ্টেম্বরে এসে প্রথমবারের মতো সংখ্যা বাড়তে শুরু করে। ৩১ আগস্ট বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর নামে বিও হিসাব ছিল ৪৩,৭৬১টি যা ৩০ সেপ্টেম্বর এ সংখ্যা দাঁড়ায় ৪৩,৮০১টিতে। এ হিসেবে এক মাসে বেড়েছে ৪০টি বিও হিসাব। তবে এখনো ২০২৩ সালের তুলনায় বিদেশি ও প্রবাসীদের উপস্থিতি অনেকটাই কম। ২০২৩ সালের অক্টোবরে এই সংখ্যা ছিল ৫৫,৫১২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে কমেছে ১১,৭১১টি বিও হিসাব। এদিকে শুধু বিদেশি...