আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ উপদেষ্টা আসিফ নজরুল। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে ‘জিটিওকে’ দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ প্রসঙ্গে দেওয়া বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “উনি (প্রধান উপদেষ্টা) যেটা বলেছেন সেটা থিউরিটিক্যাল কথা বলেছেন। “আমি যতটুকু বুঝতে পারি থিউরিটিক্যালি যখন একটি দলের কার্যক্রম ব্যান্ড করা হয়। তখন সেটা পারমানেন্ট কি পারমানেন্ট না একটা প্রশ্ন থাকে। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।” বুধবার দুপুরে বরিশাল নগরের নতুনবাজার সংলগ্ন শংকর মঠের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, “আমি যতটুকু জানি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমাদের যে প্রসিকিউশন টিম আছে,...