এরইমধ্যে মাইক্রোসফট এক্সেলে ‘কোপাইলট’ ইন্টিগ্রেশন রয়েছে যা ব্যবহারকারীদের ফর্মুলা তৈরি করতে, ডেটা বুঝতে ও বিশ্লেষণ করতে সহায়তা করে। এবার যুক্ত হলো এজেন্ট মোড যা তৈরি হয়েছে ওপেনএআইয়ের সর্বশেষ ‘রিজনিং’ মডেল এবং এক্সেলের বিশেষ ফিচারের ওপর ভিত্তি করে। এর ফলে জটিল ডেটা মডেলিং সবার জন্য আরও সহজ হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট নিওউইন। গিটহাব কোপাইলটের এজেন্ট মোডের মতোই এক্সেলে এই ফিচার আউটপুট তৈরি করতে পারে, ফলাফল যাচাই করতে পারে, সমস্যার সমাধান করতে পারে এবং কাঙ্ক্ষিত ফল না পাওয়া পর্যন্ত পুনরাবৃত্তি করতে পারে। এর ভেতরে নেটিভ এক্সেল ফিচারও রয়েছে, যেমন নতুন শিট বানানো বা ডেটা ভিজুয়ালাইজেশন তৈরি করা। শুধু এক্সেল নয়, ওয়ার্ডেও এজেন্ট মোড চালু হচ্ছে। এখানে ব্যবহারকারীরা প্রম্পট দিলে কোপাইলট খসড়া তৈরি করবে, কনটেন্টে পরিবর্তনের পরামর্শ দেবে এবং প্রয়োজনে ব্যবহারকারীর...