চাঁদপ্রেমীদের জন্য আনন্দের খবর—২০২৫ সালের প্রথম সুপারমুন দেখা যাবে আগামী ৬ অক্টোবর। জ্যোতির্বিদরা জানান, এই সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে, ফলে এটি স্বাভাবিকের তুলনায় বড় ও উজ্জ্বল দেখাবে। বিশেষজ্ঞদের ভাষায়, এ ধরনের পূর্ণিমাকে বলা হয় ‘হার্ভেস্ট মুন’, যা প্রতি বছর শরৎকাল শুরুর কাছাকাছি সময়ে দৃশ্যমান হয়। এই বছরের তিনটি সুপারমুনের মধ্যে প্রথমটি হচ্ছে অক্টোবরের হার্ভেস্ট মুন। জ্যোতির্বিদরা আরও জানিয়েছেন, ২০২৫ সালের হার্ভেস্ট মুন শারদ বিষুবের সময় ঘটবে। বিষুবের সময় সূর্য পৃথিবীর নিরক্ষরেখার ওপর দিয়ে অতিক্রম করে, ফলে দিন ও রাত সমান হয়। এই সময়ে উদিত পূর্ণিমার চাঁদ স্বাভাবিকের তুলনায় বড়, সোনালি-কমলা রঙের এবং উজ্জ্বল মনে হবে, বিশেষ করে দিগন্তরেখার কাছাকাছি অবস্থানে থাকলে। হার্ভেস্ট মুন সাধারণ পূর্ণিমার চাঁদের মতো রাতভর দেখা যায় না; এই সময় চাঁদ স্বাভাবিক সময়ের তুলনায়...